সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চাচাকে ঘায়েল করতে ভাতিজার এমন ফন্দি!

প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০১৭ | ৫:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম: ফেসবুকে চাচার নামে অ্যাকাউন্ট খুলে উসকানিমূলক তথ্য ও ছবি শেয়ার দিয়ে আসছিল ভাতিজা। উদ্দেশ্যে এসব পোস্ট আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এনে চাচাকে ঘায়েল করা- এমনই অভিযোগ এনে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের একটি আদালতে।

বুধবার চট্টগ্রামের বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের হয়।

মামলার বাদি মো. ইউসুফ চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর ঢেমশা এলাকার নজির হোসাইনের ছেলে। মামলায় আসামি করা হয়েছে সাতকানিয়ার নলুয়া দক্ষিণ মরফলা এলাকার আজগর আলীর ছেলে মো. ইব্রাহিমকে। বাদি ইউসুফ সম্পর্কে বিবাদি ইব্রাহিমের চাচা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মো. ইউসুফের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলেন মো. ইব্রাহিম। এরপর ওই আইডি থেকে সাতকানিয়ার এমপি ও তার স্ত্রী এবং রাজনীতিবিদদের ছবি দিয়ে তাদের নামে উসকানিমূলক, মানহানিকর স্ট্যাটাস দেওয়া হচ্ছে। এছাড়া ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার মতো তথ্য সম্বলিত কথা ও ছবি প্রকাশ করা হচ্ছে ওই আইডি থেকে। এর মধ্য দিয়ে বাদিকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়রানি করার জন্য বিবাদি এসব কর্মকান্ড করে চলেছে।

মামলার বাদি পক্ষের আইনজীবি আসাদুজ্জামান খান বলেন, অভিযোগের বিষয়টি আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত মামলাটি গ্রহণ করে সাতকানিয়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।