সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চন্দনাইশে শিশুসহ দুজন গুলিবিদ্ধ

প্রকাশিতঃ ২৯ অগাস্ট ২০১৭ | ১১:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই পক্ষের সংঘাতে শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার।

গুলিবিদ্ধ দুইজন হলেন- মো. ইকবাল(৭) ও মো. রায়হান(২৬)। রায়হান স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানা গেছে।

তিনি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আলী মেম্বার ও শাহ আলম মেম্বারের অনুসারীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন জেনেছি। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশের উপস্থিতি দেখে দুই মিনিটের মধ্যেই দুই পক্ষ পালিয়ে গেছে।

তবে গুলিতে কেউ আহত হয়নি বলেও দাবি করেছেন ওসি ফরিদ উদ্দিন খন্দকার; তিনি বলেন, ‘গুলি করার বিষয়টি সঠিক নয়। জাস্ট ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

এদিকে আহতদের নিকটাত্মীয় ও স্থানীয় বাসিন্দা মো. ফজলু জানান, গুলিতে শিশু ইকবাল ও যুবলীগ নেতা রায়হান আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, তবে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলেন।চট্টগ্রামের পথে রয়েছে তারা।

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্ধের ধারাবাহিকতায় শাহ আলম মেম্বার ও তার অনুসারী আনোয়ার আলম বাচাসহ অন্যরা এই ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেন ফজলু।