৫৩টি সোনার বারসহ গ্রেফতার একজনের ৬ বছর কারাদন্ড

চট্টগ্রাম: ৫৩টি সোনার বারসহ গ্রেফতার একজনকে ছয় বছরের কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আনিছ চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ার বগাছড়া গ্রামের মৃত সাইদুল হকের ছেলে। রায় ঘোষণার পর আসামি আনিছকে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৪ সালের ৭ এপ্রিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩টি সোনার বারসহ আনিছকে গ্রেফতার করে কাস্টকস কর্মকর্তারা। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০১৪ সালের ২২ নভেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ।

এ মামলায় গত বছরের ৪ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ছয় বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা দিতে ব্যর্থ হলে আরও দুই মাস কারাভোগ করতে হবে তাকে।