চট্টগ্রামে মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে আয়শা বেগম (৩০) নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাত ২টার দিকে নগরীর আবিদারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে মাদক বিক্রি করে আসছিল তালিকাভুক্ত মাদক বিক্রেতা আয়শা। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে ১১টি মামলা আছে।

একটি মামলায় সে দুই বছরের সাজাপ্রাপ্ত আয়শা। এর আগে সোমবার দুপুরে তার স্বামী সুজনকে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।