চট্টগ্রাম: রোহিঙ্গাদের শরণার্থী হিসাবে আশ্রয় দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদত হোসেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসারত হতাহত রোহিঙ্গাদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান।
সংবাদিকদের সাথে আলাপকালে ডা. শাহাদাত হোসেন বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর সংগঠিত গণহত্যার ঘটনায় জাতিসংঘের তদন্ত দলের প্রধান জাতিসংঘের মহাসচিব কফি আনান রিপোর্ট প্রকাশের পরপরই রোহিঙ্গা মুসলমানদের নির্মূলে নারকীয় হত্যাযজ্ঞ শুরু করেছে মিয়ানমার।
নিজ দেশের শাসক গোষ্টির চরম নির্যাতনের স্বীকার হয়ে প্রাণে বাঁচতে বাংলাদেশে ঢুকে পড়া বিপন্ন রোহিঙ্গাদের আবারো নিজ দেশে পুশব্যাগ চরম অমানবিক। নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে পুশব্যাগ না করে শরণার্থী শিবিরে আশ্রয় প্রদান পূর্বক খাদ্য, বস্ত্র, চিকিৎসা নিশ্চিত করতে হবে।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, নুর হোসেন, ডা. সরোয়ার আলম, ডা. শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।