চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন জুট মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে আমিন জুট মিলের সামনের সড়কে অবস্থান নেয় শ্রমিকরা।
সোয়া ১০টার দিকে শ্রমিকদের কারখানার ভেতরে যেতে বাধ্য করে পুলিশ। এরপর আবার শ্রমিকরা এক হয়ে কারখানা থেকে বেরিয়ে আসে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে জবাবে পুলিশও রাবার বুলেট ছোড়ে। শ্রমিকদের দাবি তাদের ১০-১২ জন সংঘর্ষে আহত হয়েছেন। শ্রমিকরা সড়কের ওপর কাঠ-টায়ার জড়ো করে আগুন দেয়। কয়েকটি গাড়িও ভাংচুর করে। এতে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের নগরীর আতুরার ডিপো থেকে রৌফাবাদ অংশে যান চলাচল বন্ধ থাকে। চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
আমিন জুট মিল ওর্য়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, আমিন জুট মিলের ১৫টি বিভাগে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। আমিন জুট মিলে ‘সপ্তাহ’ ভিত্তিতে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। বর্তমানে সাত সপ্তাহের বেতন বাকি। ঈদের আর মাত্র কয়দিন বাকি। কোনো বেতন-বোনাস দেওয়া হয়নি। তাই শ্রমিকরা বিক্ষুব্ধ হয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ বলেন, এখন পরিস্থিতি শান্ত। বকেয়া পরিশোধের বিষয়ে শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মিল কর্তৃপক্ষ এবং পুলিশের আলোচনা হয়েছে। আলোচনায় মিল কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধে রাজি হয়েছে।