চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়েছে বাস; এতে অাহত হয়েছেন মাইক্রোবাসের দুই যাত্রী।
সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটির চালক তারেক হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে রাউজান সড়কে চলাচল করা একটি বাস হঠাৎ পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের পেছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে গেছে গাড়ির কাঁচ।’
‘গাড়িতে থাকা একটি এনজিও সংস্থার দুই কর্মী এতে সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে এসে দুই গাড়ির কাগজপত্র নিয়ে যান দায়িত্বরত সার্জেন্ট; বলেন ক্ষতিপূরণ নিয়ে দুই পক্ষ সমঝোতায় আসলে তবেই তিনি কাগজপত্র ফেরত দেবেন।’
রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মালিকপক্ষ ঘটনাস্থলে অাসেনি বলে জানান মাইক্রোবাস চালক তারেক হোসেন।
এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা হলেও সফল হওয়া যায়নি।