চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দিনগত রাতে আগ্রাবাদ জাম্বুরি মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান ওরফে মিজান (২২), দোলোয়ার হোসেন (৩৪), মো. হেলাল (২৫), মো. রবিন (১৯), মো. আলী (২৮) ও মো. বেলাল (২২)। তারা সবাই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনটি ছুরি, একটি চাপাতি, একটি পিস্তল সদৃশ ছুরিসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা নগরীর বিভিন্ন ফাঁকা রাস্তায় অটোরিকশা ও মোটর সাইকেল নিয়ে ছিনতাই করে থাকে।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মিজানের বিরুদ্ধে অপহরণের একটি, দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি এবং হেলাল ও আলীর বিরুদ্ধে একটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে। বিভিন্ন সময়ে তারা গ্রেফতারও হয়। তবে মুক্তি পেয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ে তারা।