চট্টগ্রাম: সীতাকুণ্ডে গ্রেফতারের পর গুলিবিদ্ধ নূর মোস্তফা (২৮) নামে এক যুবককে ‘ডাকাত’ দাবি করে পুলিশ বলছে, সহযোগীরা পালানোর সময় গুলি ছুড়লে আহত হয়েছেন তিনি।
পুলিশের ভাষ্যমতে, শনিবার রাতে ১০-১২ ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে কেদারখিল এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে নূর মোস্তফা ও মো. ইউসুফ নামে দুইজনকে পুলিশ ধরে ফেলে। পালিয়ে যাওয়ার সময় অন্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে নূর মোস্তফার বাম পায়ে গুলি লাগে।
সীতাকুণ্ড থানার এসআই সুজয় কুমার মজুমদার জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি কার্তুজ ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় নূর মোস্তফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।