সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গুলিবিদ্ধ চার রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি

প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০১৭ | ৫:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসেছেন। রোববার সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তারা হলেন- মিয়ানমারের আকিয়াবের মংডু জেলার জেদিন্না এলাকার নুরুজ্জামানের ছেলে জিয়াবুল (২৭), মংডু জেলার নাচিদং এলাকার হামিদ হোসেনের ছেলে মো. ইলিয়াছ (২০), মংডু জেলার সাহেব বাজার এলাকার হোসেন আহমদের ছেলে মো. তোহা (১৬) ও মংডু জেলার সাহেব বাজার এলাকার নবী হোসেনের ছেলে মোবারক হোসেন (২৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় রোববার চার রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হন। তাদের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। হাসপাতালের ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। এরআগে গত কয়েকদিনে গুলিবিদ্ধ ৩ রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছিল। এরমধ্যে মো. মুছা নামের একজন মারা যান।

সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় বৃহস্পতিবার রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য ও ৫৯ জন রোহিঙ্গাসহ মোট ৭১ জন নিহতের খবর দিয়েছে রয়টার্স। মিয়ানমারে দৈনিক মিজিমার খবরে নিহতের সংখ্যা ৮৯ জন বলা হয়েছে। এ ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের ভয়ে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নেমেছে।