চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের ব্যাপক সমালোচনা করে গতকাল শুক্রবার রাজনীতির মাঠে ফের উত্তাপ ছড়িয়েছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে সাধারণ সম্পাদক আ জ ম নাছির বললেন, ‘বয়স হয়েছে। কি বলে ঠিক আছে! এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। আমি কোন বক্তব্য দিব না। উনি (মহিউদ্দিন চৌধুরী) আল্লাহর ঘরে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন। এটাই প্রত্যাশা করি। আমরাও দোয়া করবো, যেন সুস্থ শরীরে আবার আমাদের মাঝে ফিরে আসেন।’
‘কথাবার্তায় মনে হয় নাছির রাষ্ট্রপতির চেয়েও বড়’ – মহিউদ্দিন চৌধুরীর এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, ‘এটা কেন বলেছেন সেটা আমি জানি না। আমি তো কোনদিন ঔদ্ধত্যপূর্ণ কথা বলিনি। আমার মধ্যে তো দাম্ভিকতাও নেই। আমার চরম শত্রুও বলতে পারবে না, আমার মধ্যে চুল পরিমাণ দাম্ভিকতা আছে।’
রাস্তাঘাট নিয়ে করা মহিউদ্দিন চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আ জ ম নাছির বলেন, ‘বলার বিষয়ে প্রত্যেকের ‘ফান্ডামেন্টাল রাইট’ (মৌলিক অধিকার) আছে। যে কেউ বলতে পারেন। এ ধরনের বক্তব্যের বিষয়ে আমার বলার কিছু নাই। আমার মূল দায়িত্ব হচ্ছে কাজ করা। আমি নীরবে কাজ করে যেতে চাই। লক্ষ্য ঠিক রেখেই আমি কাজ করে যাচ্ছি।’
চট্টগ্রামের দৈনিক আজাদীকে মেয়র আ জ ম নাছির এসব কথা বলেছেন।