চট্টগ্রাম: চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দ্বিবার্ষিক নির্বাচনে চ্যানেল২৪’র সিনিয়র ক্যামেরাপারসন শফিক আহমদ সাজীব সভাপতি ও নিউজ২৪’র সিনিয়র ক্যামেরাপারসন শামসুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৈশাখী টিভির ব্যুরো প্রধান নির্বাচন কমিশনের চেয়ারম্যান মহসিন চৌধুরী ও ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান নির্বাচন কমিশনার অনুপম শীল ও চ্যানেল২৪’র ক্যামেরাপারসন নির্বাচন কমিশনার সেলিম উল্লাহ নির্বাচন পরিচালনা করেন।
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নির্বাচিত কর্মকর্তারা হলেন সহসভাপতি আলী আকবর ও রনি দাশ, সহ সাধারণ সম্পাদক অমিত দাশ, অর্থ সম্পাদক দীপংকর দাশ বাবু, সাংগঠনিক সম্পাদক বাবুন পাল, দপ্তর সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী, নির্বাহী সদস্য এমরাউল কায়েস মিঠু, আহাদুল ইসলাম বাবু ও মো. হাসান উল্লাহ।
নির্বাচন পর্যবেক্ষণ করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও চিটাগাং সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, চ্যানেল২৪’র ব্যুরো প্রধান কামাল পারভেজ, জিটিভির ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো, সমাজসেবক মো. সাহাবউদ্দিন প্রমুখ।