চট্টগ্রাম: চট্টগ্রামে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া হাইওয়ে ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মাইক্রোবাসে করে ইয়াবা পাচার হচ্ছে। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে হাইওয়ে ক্রসিংয়ে তল্লাশি চৌকি বসানো হয়। প্রায় পাঁচ ঘন্টা পর ভোর পাঁচটার দিকে আমরা সেই মাইক্রোবাসটি পেয়ে যাই। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করি।