সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০১৭ | ৫:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় থেকে ৭০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. ফারুক (২৮) ও মো. শাহজাহান (৩৭)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক মো. আমিরুল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। পরে সেখানে থাকা দুই মাদক ব্যবসায়ীকে ৭০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। ফেনসিডিল বহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।