মোর্শেদ নয়ন : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ছেলের বাজি খেলার জের ধরে মারামারির ঘটনায় খুন হয়েছেন বাবা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের গোয়াল পাড়ায় এই ঘটনা ঘটেছে বলে জানান কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
নিহত জাফর আহমদ (৪৫) চরলক্ষ্যা গোয়ালপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে।
ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘রাতে মুঠোফোনে ১৬-গুটি খেলা নিয়ে মইনুলের সাথে ১ হাজার টাকার বাজি ধরে নয়ন। খেলায় হেরে টাকা দিতে না পেরে মোবাইল বন্ধক দেয় নয়ন। পরে মোবাইলের মেমোরি কার্ড ফেরত চাইলে তা দিতে মইনুল অস্বীকার করে। এতে তাদের মধ্যে হাতাহাতি হয়। ঘটনা শুনে নয়নের বাবা জাফর আহমদ উক্ত স্থানে গিয়ে বিষয়টি নিয়ে উত্তেজিত হন।’
‘এসময় মইনুলের ফুফাত ভাই রেজাউল করিমের ছেলে বাবলু ও রবিউল লাঠি দিয়ে জাফরকে এলোপাথাড়ি আঘাত করে। জাফর বাম কানের নীচে আঘাত পান। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যায়।’
রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মইনুল ও রবিউলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।