মোর্শেদ নয়ন : চট্টগ্রাম নগরীর মইজ্জারটেক এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইকবাল (২৫) ও আব্দুল গফুর (১৮)। তাদের বাড়ি কক্সবাজার জেলায়।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম একুশে পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সালাউদ্দিন জাহেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল চার হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে সীতাকুন্ড নিয়ে যাচ্ছিল বলে জানায়।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।