চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে এক চীনা নাগরিকের কাছ থেকে ছিনতাই করা ল্যাপটপ এক মাস পর ফেনী থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে ফেনী স্টেশন রোডের রওশন আরা মার্কেটের নাহার টেলিকম নামের একটি দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার হয়েছেন মনিরুজ্জামান ওরফে দিলীপ বণিক (৪০) ও মো. সেলিম (৩৮) নামে দুইজন।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই নগরীর আগ্রাবাদ এলাকা থেকে এক চীনা দম্পতির ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় জড়িত মনিরুজ্জামান ওরফে দিলীপ বণিককে গত ১৯ অগাস্ট হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে আনা হয়। জিজ্ঞাসাবাদে সে এ ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
একই সাথে ঘটনায় জড়িত সেলিম নামের একজনের তথ্য দেয়। এরপর মঙ্গলবার সকালে সেলিমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে ফেনী স্টেশন রোড এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। তবে চীনা ওই নাগরিকের ছিনিয়ে নেওয়া ব্যাগে থাকা নগদ টাকা ও ডলার উদ্ধার করা যায়নি।
এদিকে দিলীপের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২১ জুন খুলশী এলাকায় এশিয়ান উইমেন ইউনিভার্সিটির মার্কিন শিক্ষকের ব্যাগ ছিনতাইয়ে জড়িত পলাতক আসামি শাহজাহানকে খুলশী এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহীদুল্লাহ বলেন, প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে ছিনতাইয়ে জড়িত দিলীপ। তার তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা নগরীর তালিকাভুক্ত ছিনতাইকারী।