ঈদে চট্টগ্রামের নিরাপত্তায় অতিরিক্ত দুই হাজার পুলিশ

চট্টগ্রাম: ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট, ঈদের জামাত, চামড়া বিক্রিসহ বিভিন্ন কাজে অতিরিক্ত দুই হাজার পুলিশ মোতায়েন করা বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার। মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পশু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যদের বাইরে অতিরিক্ত দুই হাজার পুলিশ সদস্য মাঠে থাকবে। অতিরিক্ত পুলিশ সদস্যরা পৃথকভাবে ঈদের আগের পশুর হাট, বাস-রেলওয়ে স্টেশন ও লঞ্চঘাট এবং ঈদের জামাত, ঈদের পরে চামড়া বিক্রি ও বিনোদন পার্কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। এই অতিরিক্ত পুলিশ সদস্যদের মধ্যে ৪০০ জন পশুর হাটে, ২০০ জন বাস-রেলওয়ে স্টেশনে, ঈদের জামাতে ৬০০ জন এবং চামড়া বাজার কেন্দ্রীক নিরাপত্তায় ৪০০ জন থাকবেন।

তিনি বলেন, অনেকে নিজেদের হাটে পশু নামানোর জন্য বিভিন্ন পশুবাহী গাড়িকে পথে আটকিয়ে ফেলেন, টানা হেঁচড়া করেন, এরকম কোনো কিছু হলেই আমরা ব্যবস্থা নেব। জাল টাকা চিহ্নিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের বুথ থাকবে। যে হাসিল নির্ধারণ করা হয়েছে তা হাটের একাধিক স্থানে প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। এসব নিরাপত্তা জোরদারের জন্য আমাদের অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য পশুর হাটে নিয়োজিত থাকবেন।

পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, প্রতিটি পশুর হাটে আমাদের একটি কন্ট্রোল রুম থাকবে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট থাকবেন। সিটি করপোরেশন পশুর হাটের জন্য যে চৌহদ্দি ঠিক করে দিয়েছে এর বাইরে পশু বিক্রির জন্য বসানো যাবে না। এছাড়া যে হাটে পশু বিক্রি করতে আগ্রহী, সেই হাটে ট্রাকে করে পশু নিয়ে যাওয়ার সময় ট্রাকের সামনে ওই পশুর হাটের নাম লিখে দিতে হবে। ফলে তাদের নির্বিঘœভাবে সেই হাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ঈদের দিন থেকেই নগরীর ৫৪ স্থানে চামড়া বিক্রি হবে। চামড়া যাতে কোনোভাবেই পাচার না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।