বিয়ের এক সপ্তাহ পর যুবকের আত্মহত্যা

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মো. সরোয়ার (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার হাটহাজারী পৌরসভার ভ’মি অফিস সংলগ্ন এলাকায় একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।

নিহত সরোয়ার হাটহাজারী উপজেলা মোহাম্মদপুর এলাকার নুর হোসেন মেম্বারের বাড়ি ডা. গোলাম হোসেনের ছেলে।
তিনি পৌরসভার ভুমি অফিস সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এক সপ্তাহ আগে বিয়ে করেছিলেন সরোয়ার। সোমবার হঠাৎ পরিবারের সদস্যদের অজান্তে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে সে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।