বিয়ে করতে অস্বীকৃতি প্রেমিকের, স্কুল ছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রাম: প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানানোর পর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন রুমা আকতার নামে এক স্কুল ছাত্রী। রোববার চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রুমা পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহত রুমার বাবা দুলাল মিয়া বলেন, শিহাব পারভেজ নামে প্রতিবেশী এক যুবক গত বুধবার রুমাকে ‘কৌশলে’ বাসা থেকে নিয়ে যায়। রুমা বাসা থেকে চলে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমরা থানায় একটি জিডি করেছিলাম। খবর পেয়ে আজ সকালে রুমাকে আনার জন্য আমি চট্টগ্রাম রেল স্টেশনে যাই। তখন সেখানে শিহাব ও তার বড় ভাই ছিল। তাকে বাসায় ফেরত পাঠিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান শিহাব। এতে রুমা অপমানিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, প্রেম সংক্রান্ত বিষয়ের জেরে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।