চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার এলাকার একটি বাসা থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার শেরশাহ এলাকার একটি বাসা থেকে ওই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
জরিনা বেগম (৩৫) ওই নারী এশিয়ান গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন বলেন, শেরশাহ মাঠের পাশে ‘মান্নান ভিলা’ ভবনের নিচ তলায় স্বামী সাইফুল শেখের সঙ্গে থাকতেন জরিনা। সাইফুল শেরশাহ এলাকার একটি পোশাক তৈরির দোকানের কারিগর। প্রায় তিন বছর আগে জরিনাকে বিয়ে করে সাইফুল। তবে এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে সাইফুল হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।