সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিতঃ ২০ অগাস্ট ২০১৭ | ৪:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব দুর্ঘটনা ঘটেছে।

বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মো. হাসান (২৮) ও পতেঙ্গা থানা এলাকায় তাসলিমা আক্তার (২৩) নামে দুজন দুর্ঘটনায় মারা গেছেন।

এদিকে বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রোববার সকাল ৮টার দিকে বায়েজিদের ড্রাইভার কলোনি এলাকায় তেলের লরির চাপায় হাসান নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার আব্দুর সাত্তারের ছেলে। তিনি বায়েজিদ এলাকার মিচ্ছা পাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।

পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, শনিবার রাতে ছেলে বন্ধুর সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে যান তাসলিমা আক্তার। সেখান থেকে রাত ১টার দিকে ফেরার পথে পতেঙ্গা এলাকায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি লরি তাকে ধাক্কা দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। নিহত তাসলিমা কুমিল্লার কান্দিরপাড় এলাকার বাসিন্দা রোশন আলীর মেয়ে।