সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে জুয়েল হত্যার বিচার দাবি

প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০১৭ | ১০:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম জুয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার নগরীর ৩নং ওয়ার্ডস্থ নয়াহাটে এই কর্মসূচী পালন হয়।

গত ৭ আগস্ট জমি বর্গা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় জুয়েল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর মেডিকেল সেন্টার হাসপাতালের আইসিইউ বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে ৩দিন মৃত্যুর সাথে লড়াই করে মৃত্যু বরণ করেন তিনি।

এ ঘটনায় জুয়েলের বোন বাদী হয়ে নুর মুহাম্মদ সহ ৯জনের নাম উল্লেখ করে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।সেদিন নুর মুহাম্মদসহ ৩জন আটক হলেও অন্য আসামিরা ধরাছোঁয়ার বাইরে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য তানভিরুল আলম অপু, মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম মামুন, মিজানুর রহমান, তাওসীফ আলভী, ওসমান ও নিহতের ভাই নয়ন।

আরো উপস্থিত ছিলেন নয়ারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক ও আইন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান তালুকদার, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ মনির, ওয়াজেদ, মিজান, মেহেদী প্রমুখ।