প্রতিপক্ষের হামলায় তিন ছাত্রলীগ কর্মী আহত

চট্টগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে এক পক্ষের হামলায় ছাত্রলীগের তিনকর্মী আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের ১০৪ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন, অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোবাশ্বের, ইসলামের ইতিহাসের তৃতীয় বর্ষের হেলাল ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের মামুন। দুই পক্ষই নগর যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনুর অনুসারী।

কলেজ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে টিনুর অনুসারীদের মধ্যে ঝামেলা চলছিল। এর রেশ ধরে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার তিনজন অনেকদিন ধরে কলেজে আসতেন না। শনিবার আসলেই তাদের ওপর হামলা চালানো হয়। ইট দিয়ে ওই তিন কর্মীর মাথা থেঁতলে দেওয়া হয়।

চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছি। আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।