সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দিনদুপুরে বিয়ে বাড়ি থেকে স্বর্ণের হার ছিনতাই

প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০১৭ | ৬:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে দিন দুপুরে বিয়ে বাড়িতে বেড়াতে আসা জাহানারা বেগম (৬৫) নামে এক নারীর স্বর্ণের হার ছিনতাই হয়েছে। শুক্রবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট সংলগ্ন হাজী নাজির আলী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই এলাকায় এস এম ফরিদের ছেলে এস এম ফরহাদ হোসেন সাইমনের বিয়ের দিন ছিল শুক্রবার। বিয়ে উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা দুপুরে বরকে নিয়ে আমান বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে চলে যায়। ফলে বিয়ে বাড়ি ছিল একেবারে ফাঁকা। বাড়িতে ছিল বেড়াতে আসা জাহানারা বেগম। এ সুযোগে এক ছিনতাইকারী ডেকোরেশনের কর্মচারী পরিচয় দিয়ে বাড়ির সীমানা প্রাচীরের ভিতরে প্রবেশ করে। এরপর ওই নারীর দেড় ভরি ওজনের গলার স্বর্ণের হার ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তার শোরচিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ও ততক্ষণে ঝাপটাবাজ ছিনইতাইকারী পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন ভ’ঁইয়া বলেন, প্রাথমিকভাবে ভিকটিমের কথানুসারে বিষয়টি ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।