চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে সড়কের বাঁকে ট্রাকের পেছনে মোটর সাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে আকবর শাহ থানার ইস্পাহানি ১ নম্বর রেল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামরুল ইসলাম (২৭), নিজাম উদ্দিন (৩২) ও মো. রেজাউল (৩০)।
আকবর শাহ থানার ওসি মো. আলমগীর জানান, ওই তিনজন একে খান গেটের দিক থেকে মোটর সাইকেল নিয়ে ফয়’স লেকের দিকে আসছিলেন। ইস্পাহানি রেল গেট অতিক্রম করে বাঁক নেয়ার সময় তাদের মোটরসাইকেল চলন্ত একটি মালবোঝাই ট্রাকের পেছন সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন; চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ভোর পৌনে ৪টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে নিজাম ও রেজাউল আগেই মারা গিয়েছিলেন। হাসপাতালে আনার পর কামরুলকেও মৃত ঘোষণা করা হয়।