মোর্শেদ নয়ন : আগামী ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিন রাখার দাবি জানিয়েছে আওয়ামী লীগ; একই দাবিতে শীঘ্রই প্রধান নির্বাচন কমিশনার বরাবরে চিঠি দেওয়া হবে বলেও জানান দলটির মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় কর্ণফুলী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়েছে; এসময় দলটির মনোনীত চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী, ২০ আগস্ট কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। গতকাল ১৬ আগস্ট ভোট গ্রহণের ৪দিন পূর্বে বন্যা ও প্রাকৃতিক দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ দেখিয়ে নির্বাচন সাময়িক স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নিয়ে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, কর্ণফুলীসহ চট্টগ্রামে বর্তমানে কোন বন্যা না হলেও বিএনপির প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ২০ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচন সাময়িক স্থগিত করেছে নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য সারা দেশের ২৮টি নির্বাচন বন্যার কারণে স্থগিত করে। বিএনপির প্রার্থীরা নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার কারণে কর্ণফুলীকেও এ তালিকায় অর্ন্তভুক্ত করা হয়। এতে পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ৪ দিন আগে এ নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় আওয়ামী লীগ প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে।
আওয়ামী লীগের এই চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, নির্বাচন স্থগিতের সংবাদ পেয়ে বিএনপির প্রার্থীরা গত ১৬ আগস্ট আনন্দ মিছিল বের করেছে।
এক প্রশ্নের জবাবে ফারুক চৌধুরী বলেন, সরকার ও নির্বাচন কমিশন আলাদা। কমিশন একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। বিএনপির ষড়যন্ত্রে বিভ্রান্ত কমিশনের কাছে তাই ১০ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক করার দাবী জানাচ্ছি। বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে হয়তো তাদের দাবি নেই।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ’লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মো: আলী, বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম নিশি, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জুলধা ইউনিয়ন আওয়ামীগ সভাপতি ব্যাংকার আমির আহমদ চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিক আহমদ, আবদুল মান্নান খান, ওসমান গণি মেম্বার, জসিম উদ্দিন চৌধুরী, জহির উদ্দিন, ইদ্রিস সওদাগর, অানোয়ার হোসেন, আবদুল মান্নান, কর্ণফুলী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম হক, আবিদ হোসেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।