চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সম্প্রতি পাথরঘাটা রবীন্দ্র-নজরুল বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন কাম সাইক্লোন সেল্টার নির্মাণের ভিত্তিফলক উন্মোচনকালে মেয়র এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নগরবাসীর সন্তানদের সু-শিক্ষা অর্জনে কর্পোরেশনের রাজস্ব আয়ের বড় একটি অংশ শিক্ষাখাতে ব্যয় করা হয়। যা দেশের অন্য কোন সিটি কর্পোরেশন করে না। আমি শিক্ষার বিষয়টি হৃদয় দিয়ে অনুভব করি।
তিনি বলেন, নগরীর পাথরঘাটা ওয়ার্ডের এই অঞ্চলও শিক্ষায় অনেকটা অনগ্রসর। তাই এই অঞ্চলের অধিবাসীদের সন্তানেরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য নতুন স্কুলভবন নির্মান করা হচ্ছে। নতুন এই ভবন নির্মিত হলে একদিকে যেমন স্কুলের শিক্ষার্থীদের আসন সংকট দূর হবে অপরদিকে এলাকার আরো নতুন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর পাথরঘাটায় রবীন্দ্র-নজরুল বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন কাম সাইক্লোন সেল্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র; এতে ব্যয় হবে ৯ কোটি ৫ লাখ ৮৬ হাজার টাকা। ২০১৮ সালের ১ আগস্টের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পারেশনের কাউন্সিলর মো.ইসমাইল, হাসান মুরাদ বিপ্লব,পাথরঘাটা এলাকার সমাজসেবক ফজলে আজিজ বাবুল, মহল্লা সর্দার মোজাফফ্র আহমদ, মনজুর মিয়া, চসিকের নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, সিজিপি’র প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও অত্র স্কুলের প্রধান শিক্ষক হরিনারায়ন ভট্টাচার্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।