চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সৈকতে গিয়ে নিখোঁজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাবের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে সাগরে জেলেদের জালে নাকিবের লাশ পাওয়া যায়।
নিহত নাকিব মোহাম্মদ খাব্বাব চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কুমিল্লার বাসিন্দা শফিকুর ইসলামের ছেলে।
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা রাশেদ পারভেজ বলেন, মঙ্গলবার দুপুরে গুলিয়াখালী সৈকতে দুই নারীকে ভেসে যাওয়া থেকে রক্ষা করতে গিয়ে নাকিব নিখোঁজ হন। বুধবার দুপুরে গুলিয়াখালী সৈকতে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরের একটি চর সংলগ্ন এলাকায় জেলেদের জালে তাকে পাওয়া গেছে।