টেকনাফ থেকে ইয়াবা এনে বিক্রি করেন কোস্টগার্ড সদস্য

চট্টগ্রাম: চট্টগ্রামে তিন হাজার ইয়াবা নিয়ে এক কোস্টগার্ড সদস্যসহ দুজন গ্রেফতারের পর পুলিশ বলছে, তারা টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন।

মঙ্গলবার সকালে নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে তাদের গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

এরা হলেন- কোস্ট গার্ড পূর্ব জোনের এমভি তানভীর জাহাজের নাবিক লাট মিয়া (২৮) ও তার সহযোগী আক্তার হোসেন (২৮)। লাট মিয়া ময়মনসিংহের গৌরিপুর উপজেলার পাকরগাছি গ্রামের ফজলু মিয়ার ছেলে। আক্তার হোসেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের হাবিবুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির বলেন, সোমবার টেকনাফ থেকে তিন হাজার ইয়াবা এনে লাট মিয়ার হাতে তুলে দেন আক্তার হোসেন। বিক্রির টাকা থেকে দুজনে ভাগ করে নেয়ার কথা ছিল। এরপর মঙ্গলবার সকালে আনোয়ার নামে একজনের কাছে লাট মিয়া ইয়াবাগুলো বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। দুই ঘন্টা পর একই স্থানে লাভের টাকা নিতে এসে গ্রেফতার হন আক্তারও।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মো. তানভীর বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে লাট মিয়া কোস্টগার্ডে যুক্ত হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেড় মাসের জন্য তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় দায়িত্বরত ছিলেন। এই সময়ে তিনি ইয়াবা চক্রের সদস্যদের সাথে পরিচিত হন। বর্তমানে নগরীর কাটগড় ডেইলপাড়া এলাকায় স্ত্রী ও ছয় বছরের এক ছেলে নিয়ে লাট মিয়া ভাড়া থাকেন। নিয়ম অনুযায়ী আমরা কোস্টগার্ডের কাছে তাদের সদস্যকে হস্তান্তর করব। বন্দর থানায় নিয়মিত মামলাও হবে।