চট্টগ্রাম: নগর থেকে ইয়াবাসহ মো. লাট মিয়া ওরফে ইমন (২৮) নামে কোস্টগার্ডের এক সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় আকতার হোসেন নামে আরেক সহযোগীকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বারিক বিল্ডিং গোসাইলডাঙা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মো. তানভীর।
তিনি বলেন, লাট মিয়া ওরফে ইমন কোস্টগার্ড পূর্বজোনে কর্মরত। তার কাছ থেকে ৩ হাজার ইয়াবা পেয়েছি।