চট্টগ্রাম: বিশেষভাবে তৈরী করা হয়েছে ঘরটি। সেখানে সিনেমা প্যালেসের আদলে কাউন্টার তৈরী করে বিক্রি করা হয় মাদক। বাইরে থেকে টাকা দিলে ভেতর থেকে দেয়া হচ্ছে মদ, ইয়াবা ও গাঁজা।
সোমবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাছিরের বাসায় অভিযান চালিয়ে এ চিত্র দেখতে পায় পুলিশ।
পুলিশের তথ্যমতে, নাছিরের পরিবারের সবার বিরুদ্ধে আছে মাদক মামলা। তার পুরো পরিবারটি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোমবারের অভিযানে নাছিরসহ এই পরিবারের দুই সদস্য ৬৫০টি ইয়াবা নিয়ে গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ নাছির (৪৫) ও তার মেয়ের জামাই তাজু (২৮)।
এছাড়া অভিযান টের পেয়ে পালিয়ে যায় নাছিরের ছেলে শহীদ খান প্রকাশ সৈয়দ খান, শফি আলম প্রকাশ বাকুম, পালিত ছেলে দেয়োয়ার ওরফে বাদল, স্ত্রী রূপ বানু, দুই মেয়ে কোহিনুর ও মরিয়ম।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নাছিরের ঘরটি বিশেষভাবে তৈরী করা হয়েছে। সেখানে সিনেমা প্যালেসের আদলে কাউন্টার তৈরী করে মাদক বিক্রি করা হয়। বাইরে থেকে কেউ টাকা দিলে ভেতর থেকে মাদক দেয়া হয়।
তিনি আরও বলেন, ওই বাড়িতে সহজে প্রবেশের সুযোগ নেই। এই সুযোগে অভিযান টের পেয়ে তারা বিশেষ দরজা দিয়ে পালিয়ে যায়। তবে সোমবারের অভিযানে ইয়াবাসহ দুজনকে ধরতে পেরেছি। এই পরিবারের আট সদস্যের বিরুদ্ধে কমপক্ষে ২৫টি মামলা আছে।