সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রকাশিতঃ ১৪ অগাস্ট ২০১৭ | ৬:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ট্রাকে করে পাচারের সময় ৫০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোরে পতেঙ্গা থানার কাঠগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকচালক শফিকুল ইসলাম (৩৭) ও তার সহকারী জালাল উদ্দিন (১৮)।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করে চালকের আসনের পেছনে একটি বাক্সের ভেতরে পানির বোতলে রাখা ওইসব ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাকটিতে করে একটি প্রতিষ্ঠানের জন্য টিস্যু উৎপাদনের কাঁচামাল নিয়ে যাওয়া হচ্ছিল। আর চালক ও সহকারী সেটিতে করে ইয়াবাগুলো ঢাকায় পাচার করার চেষ্টা চালিয়েছিল। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।