সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রকাশিতঃ ১৪ অগাস্ট ২০১৭ | ৬:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার বায়েজিদ বোস্তামী থানার অনন্যা অবাসিক এলাকার অক্সিজেন-কুয়াইশ সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকতৃরা হলেন- মো. ইউসুফ ওরফে ইলিয়াছ (৩২), মো. ফরিদ (৩২) ও আবুল খায়ের ওরফে ভুট্টো (৩৬)।

পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, অটোরিকশা নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় ও সুযোগ বুঝে রিকশাযাত্রীদের ব্যাগ ছিনিয়ে নিয়ে আসছিল একটি চক্র। এই চক্রের তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, গত ৩ থেকে ১০ অগাস্টের মধ্যে হালিশহর ও খুলশী এলাকায় চারটি ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এদের মধ্যে ইউসুফের বিরুদ্ধে সাতটি ও ভুট্টোর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।