চট্টগ্রাম: বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় সভা ও ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে নগরের জে এম সেন হলে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব উদ্যাপন পরিষদ। উৎসবের প্রথম দিন সকালে নগরের আন্দরকিল্লা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জে এম সেন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ছাড়াও চারদিনের উৎসবে মহানাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা সভা, বস্ত্র বিতরণ, রক্তদান, লীলা প্রদর্শনী, রক্তদান এবং মহাপ্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহামন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ পালিত ও সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।