সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘সিদ্ধান্ত নিতে ভুল হলে উন্নয়ন বঞ্চিত হবে কর্ণফুলীবাসী’

প্রকাশিতঃ ১৩ অগাস্ট ২০১৭ | ১১:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ।

কর্ণফুলীবাসীকে আসন্ন ২০ আগস্ট উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানান এই শ্রমিক নেতা।

তিনি বলেন, ২০ আগস্ট যদি সিদ্ধান্ত নিতে ভুল হয় তাহলে কর্ণফুলীবাসীকে আবারো উন্নয়ন বঞ্চিত হতে হবে। প্রশাসনিক জটিলতায় আমরা অনেক উন্নয়ন বঞ্চিত হয়েছি। আমরা আর বঞ্চিত হতে চাই না। কর্ণফুলীর উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলে নৌকায় ভোট দিন।

কর্ণফুলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম দিদার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগমকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ।

রোববার বিকেলে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রীজঘাটে আসন্ন উপজেলা নিবার্চনে নৌকার সমর্থনে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ আরো বলেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর হাতকে শক্তিশালী করতে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন। উপজেলার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এবার উন্নয়নের মডেল কর্ণফুলী উপজেলা গড়ার পালা।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড় উঠানের ইউপি চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, আনোয়ারা ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য মোহাম্মদ মাহফুজ, আবুল হাসান কাশেম, কলিম উদ্দিন, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: আমিন শরীফ, বারশত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছাবের আহমদ, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন গফুর, জুইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,

চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মঞ্জুর মোর্শেদ, খোয়াজনগর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম পাঠোয়ারী, কর্ণফুলী যুবলীগ নেতা সাহাব উদ্দিন নাগরী, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জীবন মঞ্জুরুল আলম, মো: ছগির আজাদ, আবদুল কাইয়ুম, এডভোকেট মোহাম্মদ আলম, মাহমুদুল হক সুমন,জেলা ছাত্রলীগ নেতা এম.সাইফু উদ্দিন, ইঞ্জিনিয়ার দিদারুল আলম শুভ, নাজমুল হোসাইন, সাজ্জাদ সাজিদ, হোসাইন মোহাম্মদ নবী সাদ্দাম প্রমুখ