চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যুবকের কাছ থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রোববার সকালে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয়।
আটক আবুল মনছুর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। তিনি স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় পেটের মধ্যে করে নিয়ে আসেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬২৪ গ্রাম।