চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এনায়েতবাজারের রানীর দীঘি থেকে ড্রামভর্তি একটি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী সার্কেলের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রানীর দিঘী এলাকায় যায় পুলিশের একটি দল। সেখানে ভাসমান একটি ড্রাম উদ্ধার করা হয়। পরে ড্রামটি কেটে গলিত মরদেহটি পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত চলছে।