শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ১৬০০ বাংলাদেশি, আরও একজনের মৃত্যু

প্রকাশিতঃ ২০ জুন ২০২৩ | ১০:০৩ পূর্বাহ্ন


ঢাকা : পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদিকে সৌদি আরবে আরও একজন হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে।

সোমবার রাত ১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন।

বুলেটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত ভিসা পেয়েছেন একলাখ ২২ হাজার ৪৭৪ জন।

এ বছর বাংলাদেশে সরকারি হজযাত্রীর কোটা ১০ হাজার ৩৬০ জন। বেসরকারি হজযাত্রীর কোটা ১ লাখ ১২ হাজার ১৯৮ জন (২৫০৬ জন গাইডসহ)।

বুলেটিন থেকে জানা গেছে, গত রবিবার মো. আব্দুল আজিজ (৫৩) নামে একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ২০ জন এবং নারী ৩ জন।

মৃত আব্দুল আজিজের বাড়ি টাংগাইলের ধনবাড়ী উপজেলায়। তার পাসপোর্ট নম্বর এ০৪৪৮৪৫৮০।
উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

গত রবিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।