চট্টগ্রাম: বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ নির্মাণ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেনিয়ার জন্য ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নির্মিত অফসোর পেট্রোল ভেসেল ‘দরিয়ার’ ইয়ার্ড ডেলিভারি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার জন্য বিনিয়োগ স্থবিরতা দেখা দিলেও এখন তা কাটিয়ে উঠছে। জাহাজ নির্মাণ শিল্প এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিল্পের উন্নয়নে বন্ডেট বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে।
কর্ণফুলী নদীতে অবস্থানরত জাহাজটিতে উপস্থিত হয়ে ডেলিভারি কার্যক্রমের উদ্বোধন শেষে সেটি পরিদর্শন করেন মন্ত্রী। ওয়েস্টার্ন ক্রুজে করে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত শিপইয়ার্ডও পরিদর্শন করেন তিনি। পরে ফেরার পথে ওয়েস্টার্ন ক্রুজেই জাহাজ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মবিন প্রমুখ বক্তব্য রাখেন।