চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সেন্ট প্ল্যাসিডস স্কুলের লাইব্রেরিতে আলমারি চাপা পড়ে এক ছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত জয়দীপ দত্ত (১১) সেন্ট প্ল্যাসিডস স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে ফিরিঙ্গিবাজারের হাজি কলোনির দেবাশীষ দত্তের ছেলে। তার বাবা ও মা দুজনই স্কুল শিক্ষক। এ ঘটনায় সহপাঠী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, দুপুরে স্কুল লাইব্রেরিতে পড়তে যায় পঞ্চম শ্রেণির ছাত্র জয়দীপ। এসময় আলমারি কাত হয়ে তার উপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।