কক্সবাজার: কক্সবাজারের জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বন্দুক, ইয়াবা ও বিপুল পরিমান টাকাসহ আটক করেছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। এ সময় তার আরো তিন ভাই আলমগীর, কাইয়ুম ও আজমগীরকে আটক করা হয়েছে।
রোববার ভোরে পেকুয়া চৌমুহনীস্থ জাহাঙ্গীরের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
কক্সবাজারে র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর রুহুর আমিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে পেকুয়ায় কক্সবাজারের জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের বাসায় অভিযান চালানো হয়েছে। এসময় জাহাঙ্গীরের আলমিরার ভেতর থেকে দুইটি দেশীয় তৈরি কাটা বন্দুক, একটি লম্বা বন্দুক, ১০ রাউন্ড গুলি, একটি ইয়াবার প্যাকেট ও ১৭ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাছাড়া এসব বন্দুক বিভিন্ন অপরাধ কর্মকান্ড করার জন্য মজুদ রেখেছে বলে তিনি জানান।
এদিকে যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আটকের খবর ছড়িয়ে পড়লে পেকুয়ায় উপজেলার বিভিন্ন সড়ক উপসড়ক অবরোধ করেন বিক্ষোভ জনতা। হাজার হাজার জনতা পেকুয়া চৌমুহনী সড়ক বন্ধ করে রাখেন। এতে পেকুয়া হয়ে বাঁশখালী, চট্টগ্রাম, মগনামা ও কুতুবদিয়া যানচলা চল বন্ধ থাকে প্রায় চার ঘন্টা। দুপুরের পর থেকে পরিস্থিতি শান্ত হয়ে যায়।