চট্টগ্রামে জাল সনদপত্র তৈরীর কারিগর গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে জাল সার্টিফিকেট, জন্ম সনদ ও চারিত্রিক সনদসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় বন্দর থানাধীন কলসীদিঘী রোড ওমরশাহ পাড়া ফাইভ স্টার স্টুডিও নামের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ ইমরান হাওলাদার (২৮) পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার ছোট হারজা এলাকার মামুন হাওলাদারের ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, অভিযানে ৯টি জাল সার্টিফিকেট, ৬টি জাল চারিত্রিক সনদ, একটি জাল পরিচয়পত্র, একটি জাল প্রশংসা পত্র, একটি জাতীয়তা সনদ, ৫টি জাল জন্ম সনদ উদ্ধার করা হয়। একই সাথে একটি কম্পিউটার সিপিইউ, স্ক্যানার, কালার প্রিন্টার, এলইডি মনিটর ইত্যাদি উদ্ধার হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছে সে দীর্ঘদিন যাবত জালিয়াতির মাধ্যমে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট প্রস্তুত করে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।