চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের নিমতলা এলাকায় কনটেইনারবাহী লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোশারফ হোসেন (৫০), ওয়াজেদ আলী (৬০) ও অটোরিকশা চালক জসিম সিকদার (৩৮)। আহত দুজন হলেন মো. সুজন (৩০) ও সাইদুল হক (২৬)।
বন্দর থানার ওসি ময়নুল ইসলাম বলেন, বিশ্বরোডের নিমতলা এলাকায় একটি কনটেইনারবাহী লরি হঠাৎ রাস্তার গর্তে পড়ে কাত হয়ে যায়। ওই কনটেইনারের নিচে চাপা পড়ে পাশে থাকা সিএনজিচালিত অটোরিকশা। এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। চালক ছাড়া হতাহত পাঁচজনই পরিবহন শ্রমিক বলে জানান আলতাফ।
আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।