চট্টগ্রামে গাড়িচাপায় নিহত ১

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার সিইপিজেড এলাকায় গাড়ি থেকে চাকার নিচে পড়ে আবু সাইদ নামে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের দুই নম্বর সড়কের মুখে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ (৫৫) সিইপিজেডের এমজেডএম ফ্যাক্টরির শ্রমিকদের জন্য খাবার সরবরাহকারী ক্যাফে আল আমিনের কর্মচারী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, পিকআপ থেকে আমাদের কারখানার জন্য খাবার দিয়ে দুই নম্বর সড়কের মুখে টার্ন নেওয়ার সময় গাড়ি থেকে পড়ে চাকার নিচে চলে যান আবু সাইদ। বেলা ৩টার দিকে আশংকাজনক অবস্থায় আবু সাইদতকে হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।