সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নির্বাচনে কোনো পক্ষপাত হবে না : ইসি

প্রকাশিতঃ ১২ অগাস্ট ২০১৭ | ৫:৫৪ অপরাহ্ন

মোর্শেদ নয়ন : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে সব প্রার্থীর জন্যই সমান সুযোগ থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় এই নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির তাগিদ দেওয়ার পরিপ্রেক্ষিতে শনিবার একথা জানান তিনি।

নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার বলেন, ‘নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করতে হবে। পক্ষপাতের কোনো সুযোগ নেই। পক্ষপাতের প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ জানিয়ে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়া এবং বাড়িতে পৌছানোর সকল ব্যবস্থা করা হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী সবসময় নিয়োজিত থাকবে।’

শনিবার দুপুরে জুলধা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কর্ণফুলী উপজেলা (অস্থায়ী কার্যালয়) মিলনায়তনে আয়োজিত কর্ণফুলী উপজেলা নির্বাচনের আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আপনারা সমর্থকদের নিয়ন্ত্রণ করবেন। যদি নির্বাচনের আগে আপনাদের কথা না শোনে, তাহলে নির্বাচনের পরে কিভাবে তাদের দমাবেন?’

প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী যে ব্যয় নির্ধারন করে দেয়া হয়েছে এর চেয়ে বেশি টাকা খরচ করলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানান বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মো. ওসমান।

এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। তাই সিসিটিভির প্রয়োজন হবে না। তাছাড়া প্রযুক্তির এই যুগে মোবাইল ফোনেও এখন অনিয়মের ভিডিও ধারন করা যায়।’

সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী।

বৈরী আবহাওয়ার জন্য নির্বাচন পেছানোর দাবী জানান ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম রিজভী।

চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবায়লয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, চট্টগ্রাম পুলিশ সুপার নুরেআলম মিনা, বিজিবি চট্টগ্রামের লে: কর্ণেল মঞ্জুরুল আলম, র‌্যাব-৭ চট্টগ্রামের মেজর আশেকুর রহমান।

কর্ণফুলী উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুনির হোসাইন খান স্বাগত বক্তব্য রাখেন। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাঈদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, এ্যাডভোকেট এসএম ফোরকান, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম চৌধুরী, হাজী মো. ওসমান, মাওলানা মুহাম্মদ মুছা, নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম, উম্মে মিরজান শামীমা ও মুন্নি বেগম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা ইউএনও আহ্সান উদ্দীন মুরাদ, নতুন পদায়িত কর্ণফুলী উপজেলার ইউএনও বিজেন ব্যানার্জী, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম পিপিএম, পটিয়া থানার ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট কর্ণফুলী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের প্রথম ভোট।