সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিষপানে যুবকের আত্মহত্যা

প্রকাশিতঃ ১২ অগাস্ট ২০১৭ | ৩:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যা করেছেন নান্টু দে নামে এক যুবক। শনিবার সকালে আকবরশাহ থানার কাট্টলি এলাকায় এ ঘটনা ঘটে।

নান্টু দে (২৯) ওই এলাকার নারায়ন দে’র ছেলে। প্রবাসী নান্টু দে সম্প্রতি দেশে ফেরেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান নান্টু। গুরুতর আহত অবস্থায় তাকে সকাল ১১টার দিকে হাসপাতালে আনা হয়। আধাঘন্টা পর তার মৃত্যু হয়।