সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিতঃ ১২ অগাস্ট ২০১৭ | ২:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী থেকে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিনগত রাত ২টার দিকে হাটহাজারীর ওয়াপদা গেইট এলাকা থেকে একটি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আমান মিয়া (২৬) ও মো. সেলিম (২৫)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বলেন, খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত এলাকা থেকে এসব ফেনসিডিল চট্টগ্রামে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর ওয়াপদা গেইট এলাকায় একটি পিকআপ আটক করা হয়। পরে তল্লাশি করে পিকআপ থেকে কয়েকটি বস্তায় রাখা এক হাজার ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।