পেঁয়াজের ভেতর পাঁচ হাজার ইয়াবা

চট্টগ্রাম: কক্সবাজার থেকে বাসে করে একটি বস্তা চট্টগ্রাম শহরে নিয়ে আসেন এক তরুণ। বস্তার ভেতর ছিল মসুর ডাল, সেমাই ও পেঁয়াজ। তল্লাশির পর পেঁয়াজের ভেতরেই পাওয়া যায় ইয়াবা। পেঁয়াজের ভেতর লুকিয়ে রাখা পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

শুক্রবার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ইয়াবা পাচারের অভিযোগে বস্তাটি বহনকারী করিম উল্লাহ নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের মুরাদপুরে এক তরুণকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি বস্তায় থাকা পেঁয়াজের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে ইয়াবা বড়ি। বড় বড় পেঁয়াজের ভেতরের অংশ কেটে ইয়াবা ঢোকানো হয়।