চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ে আগামী বছরের ৫ ও ৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের ব্যাপক প্রচার ও প্রস্তুতির লক্ষে আগামী কোরবানীর ঈদের পরের দিন পুরো গ্রাম জুড়ে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সুবর্ণ জয়ন্তী ২০১৮ উপলে সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বিকেলে জেলা পরিষদ মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব আমিরুজ্জামান।
সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সমন্বয়ক মাউসুফ উদ্দিন মাসুমের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী, কার্যকরী পরিষদের যুগ্ম সচিব ও চমেক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. লক্ষ্মীপদ দাশ, নিবন্ধন বিষয়ক উপ-কমিটির আহবায়ক মেহাতাব উদ্দিন অবুঝ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য আজাদ সিকদার, খোরশেদ আলম, সহ- সমন্বয়ক সাজ্জাদ হোসাইন অবুঝ, মুহাম্মদ এলমুল বাহার শেওয়ানা, ব্যাংকার জাসেদুল আলম, পরিষদের বিভিন্ন উপ কমিটির সদস্য সচিব মো. রাশেদ, আবু জাফর চৌধুরী মিজান, যুগ্ম আহবায়ক মো. ফোরকান, মো. শওকত আলী, জাসেদুল আলম শাকিল, যুগ্ম সচিব মো. শরীফ, মো. শওকত, আবদুল্লাহ আল মামুন, খান মো. ইয়াছিন মাসুদ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সুবর্ণ জয়ন্তীর নিবন্ধনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট নির্ধারণ করা হয়। এছাড়া সুবর্ণ জয়ন্তীর প্রচারের লক্ষে কোরবানীর ঈদের পরের দিন পুরো গ্রামে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।